ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারকে কেন্দ্র করে গুলি চলল। বিএসএফ-পাচারকারীদের মধ্যে লড়াই শুরু হয়। শেষমেষ পাচারকারীদের আক্রমণ থেকে বাঁচতে গুলি চালায় বিএসএফ বলে অভিযোগ।
ঘটনায় গুলিবিদ্ধ হন এক বাংলাদেশি গরু পাচারকারী। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার পান্নাপুর এলাকার ঘটনা। ঘটনায় এলাকা থমথমে হয়ে রয়েছে।
মৃতের নাম এখনও জানা যায়নি। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। গভীর রাতে ভরা কুয়াশা সুযোগ নিয়ে কাঁটাতার এলাকা দিয়ে একদল গরু পাচারকারী গরু পাচার করছিল।
সেই সময় বিএসএফ বাধা দিলে বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে পাচারকারীরা। পাল্টা গুলি চালালে মৃত্যু হয় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক।
এই নিয়ে বিএসএফ-বিজিবি নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে মৃত দেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর বিজিবির হাতে তুলে দেবে তারা।
শীত পড়তেই কুয়াশা বেড়েছে রাতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গরু পাচারের প্রবণতা বেড়ে গিয়েছে কাঁটাতার টপকে বলে খবর। বিশেষ করে কাঁটাতার হীন এলাকাগুলি দিয়ে পাচার হচ্ছিল এদিন। বিএসএফ-এর নজরে পরে যাওয়াতেই বিপত্তি।