scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

ফের মালদার হবিবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ গরু-পাচারকারী

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 1/7

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারকে কেন্দ্র করে গুলি চলল। বিএসএফ-পাচারকারীদের মধ্যে লড়াই শুরু হয়। শেষমেষ পাচারকারীদের আক্রমণ থেকে বাঁচতে গুলি চালায় বিএসএফ বলে অভিযোগ।
 

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 2/7

ঘটনায় গুলিবিদ্ধ হন এক বাংলাদেশি গরু পাচারকারী। মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার পান্নাপুর এলাকার ঘটনা। ঘটনায় এলাকা থমথমে হয়ে রয়েছে।
           

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 3/7

মৃতের নাম এখনও জানা যায়নি। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়। গভীর রাতে ভরা কুয়াশা সুযোগ নিয়ে কাঁটাতার এলাকা দিয়ে একদল গরু পাচারকারী গরু পাচার করছিল।

Advertisement
ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 4/7

সেই সময় বিএসএফ বাধা দিলে বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে পাচারকারীরা। পাল্টা গুলি চালালে মৃত্যু হয় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক।

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 5/7

এই নিয়ে বিএসএফ-বিজিবি নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে মৃত দেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর বিজিবির হাতে তুলে দেবে তারা।

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 6/7

শীত পড়তেই কুয়াশা বেড়েছে রাতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গরু পাচারের প্রবণতা বেড়ে গিয়েছে কাঁটাতার টপকে বলে খবর। বিশেষ করে কাঁটাতার হীন এলাকাগুলি দিয়ে পাচার হচ্ছিল এদিন। বিএসএফ-এর নজরে পরে যাওয়াতেই বিপত্তি।

 

ফের মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি
  • 7/7

কয়েকদিন আগেই এই এলাকায় ঠিক পাশে লাঙ্গলভাঙা এলাকায় বিএসএফের ছোড়া গুলিতে আহত হয় এক বাংলাদেশি গরু পাচারকারী।মানবিকতা দেখিয়ে বিএসএফ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

Advertisement