Advertisement
অপরাধ

Kolkata Fraud : নীল বাতির গাড়ি, আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, কলকাতায় ধৃত ভুয়ো 'সরকারি ম্যানেজার'!

  • 1/5

কলকাতায় ফের ভুয়ো আধিকারিকের হদিশ। কড়েয়া থানার পুলিশের হাতে গ্রেফতার কার্তিক শীল। আহিরিপুকুরের বাসিন্দা মুক্তার আলমের অভিযোগ, কার্তিক শীল নিজেকে গান সেল কারখানার ম্যানেজার পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এমনকী তাঁকে জয়েনিং লেটারও দেওয়া হয়। তবে মুক্তার আলম জানতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। 

  • 2/5

কড়েয়া থানায় দায়ের করা অভিযোগপত্রে জানিয়েছেন, তখন তিনি কার্তিক শীলের বাড়ি যান ও টাকা ফেরত চান। কিন্তু, তাঁকে হুমকি দেওয়া হয়। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন মুক্তার আলম।  

  • 3/5

অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে ৬ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। মুক্তারের অভিযোগ, কার্তিক শীল ছাড়াও তাঁর ২ বোন তাঁকে হুমকি দিয়েছে। 
 

Advertisement
  • 4/5

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সরকারি স্টিকার লাগানো নীল বাতির গাড়ি ব্যবহার করত কার্তিক। তবে এখনও সেই গাড়ির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই গাড়ি খুঁজতে শুরু করেছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাদের কোর্টে পেশ করা হবে।

  • 5/5

 প্রসঙ্গত, কলকাতায় ভুয়ো আধিকারিকের হদিশ এই প্রথম নয়। সেই দেবাঞ্জনকাণ্ডের পর থেকে একের পর এক ভুয়ো আধিকারিক ধরা পড়েছে শহরে। 

Advertisement