ফের উত্তর ২৪ পরগণায় মধুচক্র চালানোর অভিযোগ উঠল। ওই জেলায় এর আগেও বিভিন্ন জায়গায় মধুচক্র চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে। তবে পুলিশি তৎপরতায় অনেককে ধরা গিয়েছে। তবে পুরোপুরি তা বন্ধ করা যায়নি।
এবারে অভিযোগ নৈহাটি এলাকায়। সেখানে এক বাড়িতে মধুচক্র চলছিল। এমনই অভিযোগ উঠেছিল। আর তারপর পুলিশি অভিযানে ধরা পড়ল ২১ জন।
পুলিশ দাবি করেছে, তারা সব সময় খোঁজখবর রাখে। অভিযোগ পেলে তল্লাশি অভিযানে নামে। এদিনের অভিযান সেই প্রক্রিয়ারই একটা অংশ। আর এর ফলে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন নৈহাটি- রাজেন্দ্রপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মধুচক্রের খোঁজ পেল পুলিশ। মধুচক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই মহিলা পান্ডা সহ মোট ২১ জনকে আটক করে নৈহাটি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় নৈহাটি থানার বিশেষ দল রাজেন্দ্রপুরের একটি বাড়িতে হানা দেয়। সেখান থেকে ওই মহিলাদের আটক করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ওই মহিলাদের বিভিন্ন বার রেস্তোরায় যৌনকর্মের জন্য আনা হতো বলে জানা গিয়েছে। এদের মধ্যে দুইজন নাবালিকাও রয়েছে।
বুধবার রাতে তাঁদের আটক করার পর ব্যারাকপুর কমিশনারেটের মহিলা থানার তত্বাবধানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।
এরপর সেখানে অভিযান চালানো হয়। এরপর কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়, পাশপাশি মহিলাদের উদ্ধার করা হয়।