scorecardresearch
 
Advertisement
অপরাধ

ধর্ষণ থেকে খুন! YouTube-এ ভিডিও বানাতে সব সীমা ছাড়াচ্ছে এরা

রাশিয়ায় এই বিপদজ্জনক ট্রেন্ডিং
  • 1/6

সম্প্রতি রাশিয়ায় এই বিপদজ্জনক ট্রেন্ডিং শুরু হয়েছে YouTubersদের মধ্যে। সেখান YouTubersরা লাইভ ভিডিওতে একে অপরের উপর অত্যাচার করে, অপরাধ করে এমনকি মেরেও ফেলে। এই সব YouTubersদের বিরুদ্ধে এখন ধরপাকর শুরু করেছে পুলিশ। 

২০২০ সালে জনপ্রিয়
  • 2/6

২০২০ সালে জনপ্রিয় এক রাশিয়ান ইউটিউবারের বিরুদ্ধে নিজের বান্ধবীকে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ, তীব্র ঠান্ডায় নিজের বান্ধবীরে কোনও পোশাক ছাড়াই ব্যালকনিতে আটকে রাখে সে। প্রবল ঠান্ডায় মৃত্যু হয় ওই যুবতীর। 
 

আরও বেশ কিছু
  • 3/6

আরও বেশ কিছু ভয়ানক অভিযোগ সামনে এসেছে। এক গর্ভবতী যুবতীকে হত্যা, গৃহহীন ব্যক্তি জীবন্ত জ্বালিয়ে মারা, মহিলার মাথা টেবিলে ঠুকে দেওয়া। এমনকি মাদই খাইয়ে মহিলাকে ধর্ষণেওর অভিযোগ উঠেছে এসব ইউটিউবারদের বিরুদ্ধে। 

Advertisement
সাধারণত এসব ভিডিও
  • 4/6

সাধারণত এসব ভিডিও ইউটিউব ব্লক করে দেয়। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেখা যায় ইউটিউবের নিয়মের বেষ্টনী ভেঙেই এসব ভিডিও ভাইরাল হচ্ছে। এখন টেলিগ্রামের মাধ্যমে এসব ইউটিউবাররা নিজেদের ভিডিও তাদের ফ্যানদের কাছে ছড়াচ্ছে। 

এসবের আরেকটা দিকও
  • 5/6

তবে এসবের আরেকটা দিকও সামনে এসেছে। জানা গিয়েছে, টাকা রোজগারের জন্য অনেকে ইচ্ছা করে এসব করে। ভ্যালেন্টিন গ্যানিশেভ নামে এক ব্যক্তিকে কয়েকদিন আগে জ্যান্ত অবস্থায় মাটি চাপা দিয়ে দেখা যায়। এমনকি মারধর করা হয় তাকে। জানা গিয়েছে, টাকার জন্য এমন রাস্তা বেছে নিয়েছে সে।

পুলিশ তদন্তে  জানতে পেরেছে
  • 6/6

পুলিশ তদন্তে  জানতে পেরেছে অনেকে ইচ্ছা করে এসব ভিডিওতে যুক্ত হন। টাকা রোজগারের জন্য। তবে যাই হোক, রাশিয়ায় ছড়িয়ে পড়া এই প্রবণতা ঘিরে উদ্বেগ বাড়ছে ক্রমশ। ইতিমধ্যে এসব কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছে বিভিন্ন মাধ্যম।

Advertisement