মন্দিরের পুজো করে আসা মহিলাকে মারধরের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে। সম্প্রতি বিহারের দ্বারভাঙার এক মন্দিরে এই ঘটনাটি ঘটে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামনে আসার পরেই ব্যবস্থা নেয় মন্দির কর্তৃপক্ষ। ওই পুরোহিতকে আপাতত মন্দিরের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
দ্বারভাঙায় রাজ কমপ্লেক্সে শ্যামা মাই মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। সেখানেই এক মহিলাকে চুলের মুটি ধরে ব্যাপক মারধর করেন মন্দিরের পুরোহিত।
পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে মন্দির কর্তৃপক্ষ। যদিও ওই মহিলার পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। এমনকী ওই মহিলাকে খুঁজেও পাওয়া যায়নি।
বলা হচ্ছে যে এই ঘটনাটি দুদিন আগেই। করোনার জেরে মন্দিরের দরজা বন্ধ ছিল। কিন্তু ওই মহিলা মন্দিরে গিয়ে পুজো করতে চেয়েছিলেন। সেখান থেকেই দুজনের মধ্যে বচসা শুরু হয়।
ভিডিওটির সত্যতা স্বীকার করে মন্দিরের ব্যবস্থাপক চৌধুরী হেমচন্দ্র রায় বলেন, কোনও মহিলার সঙ্গে এরকম আচরণ করা ঠিক নয়। মন্দিরের পুরোহিতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।