মুম্বইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ অম্বানির বাড়ির বাইরে বিস্ফোরক ভর্তি সন্দেহজনক গাড়ি মামলার এখনও তদন্ত চলছে। গাড়ি থেকে যে চিঠিটি উদ্ধার করা হয়েছিল তা এর থেকে অনেক বড় ঘটনা সামনে এসেছে। ওই গাড়িটিতে রাখা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের একটি ব্যাগ। মুকেশ অম্বানিই আইপিএলের ক্রিকেট দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক।
হুমকি চিঠিতে বলা হয়েছে, 'এটি কেবল একটি ট্রেলার। নীতা ভাবি, মুকেশ ভাইয়া, এটা একটা ঝলক। পরের বার এই জিনিস আপনার কাছে আসবে এবং সেই ব্যবস্থা আমাদের হয়ে আছে।'
মনে করা হচ্ছে,অনেক দিন আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছিল। অভিযুক্ত গাড়িটি বাড়ির কাছাকাছি পার্ক করতে চেয়েছিলেন, তবে কঠোর সুরক্ষার কারণে সেটা করতে পায়নি। অভিযুক্তরা অম্বানি পরিবারের গতিবিধির উপর সব সময় নজর রাখছিল বলেও মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, স্করপিও গাড়িটি এখানে এসে রেখেছিল অভিযুক্তরা। পরে একটি ইনভো গাড়িতে করে এলাকা ছাড়ে তারা।
এ বিষয়ে পুলিশ সূত্র বলছে, যে অভিযুক্তরা চেয়েছিল তারা যেন সবার নজরে আসে, এভাবেই সব পরিকল্পনা করা হয়েছিল। যে জেলটিন ব্যবহার করে হয়েছেল সে সংস্থাটি নাগপুরের একটি সংস্থা। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল এখন এখানে গিয়ে বিষয়টি তদন্ত করবে।