Advertisement
অপরাধ

চাঞ্চল্যকর ঘটনা! বাবাকে ১ কোটি টাকা চেয়ে ব্ল্যাকমেল ১১ বছরের মেয়ের!

  • 1/6

মোবাইল ফোন চেয়েছিল মেয়ে। কিন্তু, বাবা সেই ফোন কিনে দেননি। আর সেই কারণে মেয়ে যে কাণ্ড করে বসল, তাতে তাজ্জব পুলিশ। ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। 

  • 2/6

মেয়েটির বয়স মাত্র ১১ বছর। সে ক্লাস সেভেনের ছাত্রী। সে তার বাবার কাছে মোবাইল চেয়েছিল। তবে সেই মোবাইল কিনে দেননি পেশায় ইঞ্জিনিয়র বাবা। আর সেই রাগেই বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ১ কোটি টাকা দাবি করে মেয়েটি। 

  • 3/6

পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়ে ওই ব্যক্তি ঘাবড়ে যান। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেন আধিকারিকরা। আর তদন্তে নেমে অবাক হয়ে যান তাঁরা।

Advertisement
  • 4/6

জানতে পারেন, ওই ১১ বছরের মেয়েটি নিজের বাড়ির ল্যাপটপে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই বাবাকে হুমকি মেসেজ দেয়। সে মেসেজে লেখে, ১ কোটি টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। 

  • 5/6

তদন্তে নেমে অতটুকু একজন মেয়ের এই কাণ্ড দেখে অবাক হয়ে যান তদন্তকারীরা। তাঁরা অভিযুক্তকে এই নিয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, বারবার বলা সত্ত্বেও তার বাবা তাকে মোবাইল কিনে দেয়নি। তাই সে এরকম করেছে। 

  • 6/6

যদিও মেয়েটিকে গ্রেফতার করেনি পুলিশ। ইঞ্জিনিয়র বাবা জানিয়েছেন, মেয়ের কাণ্ড দেখে তিনি নিজেও অবাক। তাঁর মেয়ে যাতে এই ধরনের কোনও কাণ্ড ভবিষ্যতে না করে সেদিকে তিনি খেয়াল রাখবেন। 

Advertisement