scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

কাটিহারের মেয়রের খুনিকে শিলিগুড়ি থেকে টেনে নিয়ে গেল বিহার পুলিশ

কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 1/6

কাটিহারের মেয়র শিবরাজ পাশোয়ানকে খুন করে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল মূল পাণ্ডা। শেষ রক্ষা অবশ্য হল না। পুলিশের নজর এড়াতে পারল না অভিযুক্ত। বিহার পুলিশের একটি দল এসে শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করে।

কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 2/6

বিহারের কাটিহারের মেয়র খুনের মূল পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় বিহার পুলিশ তাকে গ্রেফতার করে ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলে। এদিনই তাকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হবে।
 

কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 3/6

গত ২৯  জুলাই শুক্রবার বিহারের কাটিহারের মেয়র শিবরাজ পাশোয়ানকে রাতের অন্ধকারে গুলি করে খুন করা হয়। সূত্রের খবর, শিবরাজবাবু শুক্রবার বিহারে মন্দিরে  পুজো দিতে গেলে সেখানেই দশ-বারো জনের একদল দুষ্কৃতী মেয়রের উপর আচমকাই চড়াও হয়। এরপর শিবরাজ পাসওয়ানকে গুলিকরে হত্যা করা হয়।

Advertisement
কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 4/6

এরপর শিবরাজবাবুর পরিবার খুনের লিখিতি অভিযোগ দায়ের করে বিহার পুলিশের কাছে। শিবরাজবাবুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই বিহার পুলিশ বিহার থেকে ৪ জনকে আটক করে। তবে অধরা ছিল হত্যাকান্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত। অবশেষে শনিবার বিহার পুলিশ এবং শিলিগুড়ি গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে শিলিগুড়ি পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি অভিযুক্ত ওই যুবকে গ্রেপ্তার করে।

কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 5/6

ধৃত যুবক সাকেত শুভম ওরফে তারে। কি কারণে সাকেত শিবরাজবাবুকে হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। সরকারি পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বিহার পুলিশ ৪৮ ঘন্টার ট্রানজিট রিমান্ডের আবেদন করেছে বিহার পুলিশ।

 

কাটিহারের মেয়র খুনের অভিযুক্তকে আদালতে তোলা হচ্ছে
  • 6/6

প্রসঙ্গত, অসামাজিক কার্যকলাপে যুক্ত দুষ্কৃতীরা শিলিগুড়িতে এসে গা-ঢাকা দিয়ে থাকার ডেরা বানিয়ে ফেলেছে। বেশ কিছুদিন আগে মুম্বই পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা করার অভিযোগে ২ ব্যক্তিকে ট্রান্সজিট রিমান্ডে মুম্বই নিয়ে যায়। এত বড় ঘটনা ঘটিয়ে শান্তভাবে শিলিগুড়িতে বসেছিল অভিযুক্ত, ভাবতেই মানুষ শিউরে উঠছেন।

Advertisement