scorecardresearch
 
Advertisement
অপরাধ

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজির অভিযোগ, রণক্ষেত্র দুর্গাপুর

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 1/9

দুর্গার প্রতিমা বিসর্জনের পর অশান্তি। প্রতিমা বিসর্জনে যাঁরা গিয়েছিলেন তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। 
 

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 2/9

এই ঘটনার ৬ জন জখম হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল দুর্গাপুরের অন্নপূর্ণানগর।

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 3/9

স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপুজোর ভাসান সেরে ফিরছিলেন একদল লোক। তাঁদের উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায়। চালায় বোমাবাজিও। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 
 

Advertisement
প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 4/9

 খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। হামলাকারীরা বিসর্জন-ফেরত মানুষদের উপর হামলা চালায় বলেও অভিযোগ। স্থানীয়দের এও দাবি, অন্য সম্প্রদায়ের মানুষরা এই হামলা চালায়। 

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 5/9

আক্রান্তদের অভিযোগ, তাঁরা বিসর্জন সেরে ফিরছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। মদ খাওয়ার জন্য টাকা দাবি করে দুষ্কৃতীরা। আর তা না দেওায়ায় হামলা চালানো হয়। 

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 6/9

এখানেই শেষ নয়, আক্রান্তদের এও দাবি, হামলাকারীরা মন্দিরেও নাকি ভাঙচুর চালিয়েছে। 

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 7/9

দুর্গাপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে ,পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

Advertisement
প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজি, রণক্ষেত্র দুর্গাপুর
  • 8/9

কে বা কারা হামলা চালিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকজন সামান্য জখম হয়েছেন। যারা হামলা চালিয়েছ, তাতের গ্রেফতার করা হবে।

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজির অভিযোগ, রণক্ষেত্র দুর্গাপুর
  • 9/9

এদিকে এই নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ পরে টুইট করে। তাদের তরফে জানানো হয়, কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি। কেউ কেউ অপপ্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। 

 

 

Advertisement