Advertisement
অপরাধ

কুকুরকেও ছাড়েনি! মহিলার যৌন অপরাধের লিস্ট শুনে অবাক আদালত

  • 1/9

কুকুরের সঙ্গে যৌনতা। আর তাতে ২০ মাসের জেলের সাজা শুনলেন ক্লেয়ার গুডিয়ার নামে এক মহিলা। তবে ওই মহিলার বিরুদ্ধে আগেও যৌন অপরাধের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এই রহস্য প্রকাশ্যে আসে। (সব ছবি প্রতীকী)

  • 2/9

আন্তর্জাতিক সাংবাদমাধ্যম ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে পুরুষ ছিলেন ক্লেয়ার গুডিয়ার। পরে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হন।

  • 3/9

তার বিরুদ্ধে অভিযোগ, মাদক সেবন করে যৌনতায় লিপ্ত হয়েছে কুকুরের সঙ্গে। তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন কাজ করেছে বলে অভিযোগ।

Advertisement
  • 4/9

২০০৬ সালে এবং ২০০৯ সালে ওই মহিলার বিরুদ্ধে শিশুদের বিকৃত ছবি বাড়িতে রাখার অভিযোগ ওঠে। সেই মামলা এখনও বিচারাধীন। 

  • 5/9

চলতি বছরে সেই মামলার তদন্তেই তার বাড়ি গিয়েছিল পুলিশ। সেখানে ল্যাপটপে তিনটি ছবিতে দেখা যায় কুকুরের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হয়েছে ক্লেয়ার।

  • 6/9

তখনই পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ঘটনাটি ২০১৮ সালে হয়েছে। ল্যাপটপে ছবি সেভ করে রেখেছিল সে। 

  • 7/9

সেই সঙ্গে মাদক সেবন করার অভিযোগও ওঠে। তবে অভিযুক্তর আইনজীবী তাকে আদালতে বাঁচানোর চেষ্টা করে।

Advertisement
  • 8/9

শুধু তাই নয়, ক্লেয়ারের বাড়ি থেকে বিকৃত যৌনরুচির কিছু ছবিও উদ্ধার করে পুলিশ।

  • 9/9

কিন্তু সব পক্ষের বয়ান শুনে ক্লেয়ারকে ২০ মাসের কারাদন্ডের সাজা দেয় আদালত

Advertisement