South Bengal State Transport Corporation: যাত্রীবাহী সরকারি বাস থেকে বাক্স ভর্তি বোমা উদ্ধার। গ্রেফতার ১ ব্যক্তি। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: বাদামকাকুর সঙ্গে তুমুল নাচ স্যান্ডি সাহার, সেরে নিলেন 'মালাবদল'
সেনাবাহিনীর গোয়েন্দাবিভাগ সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ ২ নম্বর জাতীয় সড়কে কুলগড়িয়া চটি এলাকায় নাকা চেকিং শুরু করে।
আরও পড়ুন: সংস্কারের আশ্বাস, আত্রেয়ীর রাইখর মাছ ফের পাত পেড়ে?
চেকিংয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (South Bengal State Transport Corporation)-র একটি বাসের ভিতর থেকে ২০টি তাজা সুতলি বোমা ভর্তি বাক্স সহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: পালিয়ে বিয়ে দিদির, মুন্ডু কেটে খুন করে ভাই ঝুলিয়ে দিল রাস্তায়
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পানাগড় সেনা ছাউনির ইন্টিলিজেন্স বিভাগ থেকে ফোনে গলসি থানায় খবর দেওয়া হয় কলকাতা থেকে দুর্গাপুরমুখী দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাসে বোমা থাকার বিষয়টি।
আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজের চক্ষু চিকিৎসাকেন্দ্র ভাঙা পড়বে? প্রতিবাদ
গলসি পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়। কুলগড়িয়া চটি এলাকায় ২ নম্বরক জাতীয় সড়কের দুর্গাপুরমুখী রাস্তায় নাকা চেকিং শুরু করে পুলিশ। বাসে তল্লাশি চালায় পুলিশ।
আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন দেশে? বিশেষজ্ঞরা যা বলছেন
সূত্র মারফত পাওয়া নির্দিষ্ট নম্বরের বাসটি আসতেই দাঁড় করিয়ে তল্লাশি শুরু হয়। তখনই বাস যাত্রী এক যুবকের সিটের নীচে নির্দিষ্ট তথ্য অনুযায়ী একটি কার্ড বোর্ডের বাক্স দেখতে পান তাঁরা।
আরও পড়ুন: Cyclone Jawad-এর হাত ধরে ডিসেম্বরে রেকর্ড বৃষ্টি বাংলায়
জানা যায়, যুবকের নাম শেখ সরফরাজ আনসারি। সাবধানতার সঙ্গে বাক্স উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সরফরাজ আনসারি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কলকাতার এসপ্ল্যানেড থেকে সরকারি বাসে বোমা ভর্তি বাক্স নিয়ে পানাগড় আসছিল। ইব্রাহিম খান ওরফে এহসান আলম নামে কলকাতার এন্টালির আঞ্জুমান রোডের এক বাসিন্দা তাকে এই বাক্স বাসে তুলে দিয়ে পানাগড়ে নামার জন্য জানিয়েছিল।
ইব্রাহিম খান নামে ওই ব্যক্তি তাকে জানিয়েছিল, সে মোটর সাইকেলে পানাগড় আসবে। তারপর তার কাছ থেকে বাক্স নেবে। সেই মতো বোমা ভর্তি বাক্স নিয়ে সরফরাজ বাসে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে সিম সহ একটি মোবাইল ফোন, বাসের টিকিট এবং সাদা ও ছাই রঙের একটি কাপড়ের ব্যাগ বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তিনঘন্টার মধ্যেই বোমা ভর্তি বাক্স সহ দুষ্কৃতীকে আটক করে। যাত্রীবাহী সরকারি বাসে বোমা নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায়। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে।