Uluberia Crime: উলুবেড়িয়ায় নৃশংসতা, এলোপাথাড়ি ছুরির কোপ, খুন ১৭ বছরের কিশোর

উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকায় খুন হলেন এক কিশোর। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বাপন মান্না(১৭)। তিনি স্থানীয় একটি জুট মিলের কর্মী ছিলেন।

Advertisement
উলুবেড়িয়ায় নৃশংসতা, এলোপাথাড়ি ছুরির কোপ, খুন ১৭ বছরের কিশোরছুরি মেরে খুন ১৭ বছরের কিশোরকে

উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকায় খুন হলেন এক কিশোর। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বাপন মান্না(১৭)। তিনি স্থানীয় একটি জুট মিলের কর্মী ছিলেন।

জানা যাচ্ছে, রবিবার রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে   দুই  দল যুবকের  মধ্যে বচসা ও হাতাহাতি হয়। তখনকার মত বচসা মিটে গেলেও মৃতের পরিবারের অভিযোগ রাত দুটো নাগাদ বাপন মান্নার দাদার খোঁজে স্থানীয় দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ওই এলাকায় আসে । দাদাকে খুঁজে না পেয়ে তার ভাই বাপনকে দেখতে পেলে তারা তার উপর হামলা চালায়। পেটে ছুরির আঘাত নিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে বাপনকে। 

ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।  তবে অভিযুক্ত দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ঘটনার পর থেকে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘুনের ঘটনায়  কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 অভিযোগ, অতর্কিতে বাপন মান্নার  পেটে ছুরি ঢুকিয়ে দেন আকাশ ও সাগর। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে। বাপনের  আর্তনাদে স্থানীয় বাসিন্দারা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাপনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেজিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

POST A COMMENT
Advertisement