Armaan Kohli Arrested : মাদক রাখার অভিযোগ! NCB-র জালে অভিনেতা অরমান কোহলি

মাদক মামলায় গ্রেফতার করা হল অভিনেতা অরমান কোহলি (Armaan Kohli)-কে। তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি বা NCB বা Narcotics Control Bureau) গ্রেফতার করেছে।

Advertisement
মাদক রাখার অভিযোগ! NCB-র জালে অভিনেতা অরমান কোহলিঅভিনেতা অরমান কোহলি
হাইলাইটস
  • মাদক মামলায় গ্রেফতার করা হল অভিনেতা অরমান কোহলিকে
  • তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছে
  • শনিবার সন্ধেয় তার বাড়িতে অভিযান চালায় এনসিবি

Armaan Kohli Arrested: মাদক মামলায় গ্রেফতার করা হল অভিনেতা অরমান কোহলি (Armaan Kohli)-কে। তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি বা NCB বা Narcotics Control Bureau) গ্রেফতার করেছে। শনিবার সন্ধেয় তার বাড়িতে অভিযান চালায় এনসিবি (NCB)। তারা জানাচ্ছে, তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মাদক।

এনসিবি জানাচ্ছে
এক ড্রাগ ব্যবসায়ীর মাধ্যমে তার কাছে পৌঁছেছে তদন্তকারীরা (NCB)। এবার তার সঙ্গে সামনাসামনি বসানো হবে অরমান কোহলি (Armaan Kohli)-কে। এবং তখন জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি বলিউডের আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করা হবে।

আদালতের কাছে আর্জি
জিজ্ঞাসাবাদের জন্য যাতে বেশি সময় পাওয়া যায়, তাই আদালতের কাছে এনসিবি আর্জি জানাতে চলেছে, বেশি সময় অরমান কোহলি (Armaan Kohli)-কে তাদের হেপাজতে রাখার। তার গ্রেফতারির পর আরও অনেকে ধরা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সকাল থেকে তল্লাশি
২৮ অগাস্ট সকালে এনসিবি (NCB) হাজি আলির আশপাশে শুরু করে ধরপাকড়। সেখানে এক বড় মাদক ব্যবসায়ীকে ধরা হয়। তার নাম অজয় রাজু সিং। আর তার কাছ থেকে ২৫ গ্রাম এমডি পাওয়া গিয়েছে বলে দাবি করেছে এনসিবি। 

আগেও অভিযোগ উঠেছে
জানা গিয়েছে, ওই মাদক ব্যবসায়ী বেশ কিছু সময় ধরে এই ব্যবসা করছে। ২০১৮ সালে মুম্বই মামলায় তার নাম উঠে এসেছিল। এবং তখন তার কাছ থেকে প্রচুর এফেড্রিন পাওয়া গিয়েছিল।

অজয় দিল তথ্য
ওই মাদক ব্যবসায়ীকে ধরার পর শুরু হল জিজ্ঞাসাবাদ। আর তখনই নাম উঠে আসে অরমান কোহলির। তাকেও জিজ্ঞাবাদ করা হয়। আর তারপর তাকেও গ্রেফতার করা হয়।

Armaan_Kohli_Arrested_by_NCB_or_Narcotics_Control_Bureau_in_alleged_drug_case_abk_five
অজয় রাজুর সঙ্গে অরমান কোহলি

কোন কোন ধারায় মামলা?
দেখে নেওয়া যাক অরমান কোহলি (Armaan Kohli)-র বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে। এনডিসিপি আইনের ২১ (এ), ২৭ (এ), ২৮, ২৯, ৩০ এবং ৩৫ ধারায় গ্রেফতার করা হয়েছে। আর অন্যদিকে, অজয়কে গ্রেফতার করা হয়েছে এনডিসিপি আইনের ২২বি (এ), ২৭এ, ২৮, ২৯, ৩০ এবং ৩৫ নম্বর ধারায়।

Advertisement

বিদেশ-যোগ
এই ঘটনায় কিছু তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মাদকচক্রের যোগযোগ রয়েছে বিদেশেও। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে।

অরমানের পরিচয়
অরমান কোহলি (Armaan Kohli)-র ব্য়াপারে একটি জেনে নিই। এই অভিনেতা বিগ বস ৭-এর অংশ ছিল। আর সে সময় তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এর পাশাপাশি অরমান কোহলি দুশমন জমানা, কোহরা, বীর, জানি দুশমন, এলওসি কার্গিল, প্রেম রতন ধন পাও-র মতো সিনেমায় অভিনয় করেছে।

 

POST A COMMENT
Advertisement