আসানসোলে শুটআউট। বাজার এলাকায় গুলিচালনার ঘটনায় মৃত্যু হল কুলটি পুরনিগমের বোরো অফিসের অস্থায়ী কর্মী জাভেদ বারিকের। পুলিশ ও পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিবাদের জেরে এই প্রাণঘাতী হামলা। কুলটি থানার নিয়ামতপুর রহমনিয়া পাড়া বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে।
পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে জাভেদের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এক রাউন্ড গুলিতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সেভেন এমএম পিস্তলের গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক বিবাদের সূত্রপাত
জাভেদের পরিবারের দাবি, তিনি ও তাঁর বোন ও জামাইবাবুর মধ্যে শিলিগুড়ির পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, নকল কাগজপত্র তৈরি করে জাভেদের বোন ও জামাইবাবু সম্পত্তি দখল করার চেষ্টা করেন। প্রায় দশ মাস ধরে জাভেদ জলপাইগুড়ি ও কলকাতায় যাতায়াত করে আইনি লড়াই চালাচ্ছিলেন। এর আগেও দু’বার তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও, তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।
শুক্রবার রাতের এই ঘটনার পর জাভেদের পরিবার জলোপাইগুড়ির ওই পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশি তদন্ত
ঘটনার পর থেকেই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তৎপর হয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে লছিপুর নিষিদ্ধপল্লি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, এই খুনে পারিবারিক বিবাদের যোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুটআউটের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, কে বা কারা জাভেদ বারিকের উপর হামলার ষড়যন্ত্র করেছিল, তা নিয়েও তদন্ত চলছে।
ঘটনায় রাজনৈতিক সংযোগ নেই বলে একবাক্যে স্বীকার করেছে সিপিএম, তৃণমূল ও বিজেপি। তবে স্থানীয়রা অভিযোগ করছেন, দুষ্কৃতীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। বাজার ঘেঁষা জনবহুল এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা নিয়ে।
স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা আতঙ্কিত। নিয়ামতপুর ফাঁড়ির কাছে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনা ঘটে। তাঁরা পুলিশের তৎপরতা ও নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সংক্ষেপে, আসানসোল কুলটির রহমনিয়া পাড়া বাজারে পারিবারিক সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে এক প্রাণঘাতী শুটআউটের ঘটনা ঘটেছে। নিহত জাভেদ বারিকের পরিবার মামলা দায়ের করেছে এবং পুলিশ গোড়াপত্তন থেকে তদন্ত চালাচ্ছে। এই ঘটনা এলাকায় জনজীবনে আতঙ্ক ছড়িয়েছে এবং নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
সংবাদদাতা: অনিল গিরি