ED Arrest: ED-র হাতে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী, কয়েক কোটি টাকার বিলাসবহুল গাড়ি-গয়না বাজয়াপ্ত

ব্যাঙ্ক প্রতারণা মামলায় মঙ্গলবার রাজ্যের বারোটি জায়গায় একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখার বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায়। অভিযান শেষে রাতে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেখাকে। ৬ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। 

Advertisement
ED-র হাতে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী, কয়েক কোটি টাকার বিলাসবহুল গাড়ি-গয়না বাজয়াপ্তউদ্ধার করা হয়েছে গয়না-গাড়ি।
হাইলাইটস
  • গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেখাকে।
  • ৬ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। 
  • বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক বিদেশি গাড়িও। 

কলকাতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করল ইডি। ব্যাঙ্ক প্রতারণা মামলায় মঙ্গলবার রাজ্যের বারোটি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মূলত তল্লাশি অভিযান চলে কলকাতার ব্যবসায়ী সঞ্জয়ের বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায়। অভিযান শেষে রাতে গ্রেফতার করা হয় সঞ্জয়কে। ৬ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। 

ইডির আধিকারিকরা মনে করছেন, বিপুল পরিমাণে টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করা হয়েছে। প্রসঙ্গত, একটি স্টিল সংস্থার মালিক সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে সোনা ও হীরের গয়না। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক বিদেশি গাড়িও। 

ইডি সূত্রে খবর, মোট ১৬ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগ, কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে বিপুল টাকার লেনদেন করেন সঞ্জয়। একইসঙ্গে রয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগ।

সংবাদদাতাঃ রাজেশ সাহা

POST A COMMENT
Advertisement