scorecardresearch
 

Viral Video : থুতু দিয়ে রুটি বানাচ্ছে যুবক, ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে

বিয়েবাড়িতে চলছে তুমুল আনন্দ। চলছে হুই হুল্লোড়, দেদার খানাপিনা। তার মাঝেই ঘটে গেল অবাক করা কাণ্ড। খাবার বানানোর সময়ে রুটিতে থুতু মাখিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেই রুটি বানাচ্ছিলেন। তন্দুরি রুটিতে নিজেই থুতু মাখিয়ে দিচ্ছেন। রুটি বানানোর সময়ে কেউ একজন ভিডিওটি রেকর্ড করে দেন।

অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি
হাইলাইটস
  • থুতু দিয়ে রুটি বানাচ্ছে যুবক
  • ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে যুবক
  • কড়া শাস্তির দাবি নেটিজেনদের

বিয়েবাড়িতে চলছে তুমুল আনন্দ। চলছে হুই হুল্লোড়, দেদার খানাপিনা। তার মাঝেই ঘটে গেল অবাক করা কাণ্ড। খাবার বানানোর সময়ে রুটিতে থুতু মাখিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেই রুটি বানাচ্ছিলেন। তন্দুরি রুটিতে নিজেই থুতু মাখিয়ে দিচ্ছেন। রুটি বানানোর সময়ে কেউ একজন ভিডিওটি রেকর্ড করে দেন।

আরও পড়ুন, অফিসের Zoom মিটিংয়ে হঠাত্‍ স্ত্রীর Kiss! চরম অপ্রস্তুতে স্বামী

তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। মুহূর্তের মধ্যে তাই ভাইরাল হয়ে যায়।  ঘটনা সামনে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়।  নজরে আসে ওই বিয়েবাড়ির কর্তাদের। তারা তো বটেই, ওই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এর পরেই ওই যুবকের নামে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ঠিক কী ঘটনা

জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম সোহেল। মেরুটের একটি বিয়েবাড়িতে ঘটনাটি হয়। সেখানে দেখা যায় রুটি করার সময়ে তাতে থুতু মাখিয়ে দিচ্ছে সোহেল। ঘটনা ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়। হিন্দু জাগরণ মঞ্চ ঘটনাটিকে ঘিরে তীব্র বিক্ষোভ শুরু করে। ওই বিয়ে বাড়িতে পর্যাপ্ত সিসিটিভি বসানোর দাবি তুলেছেন তারা।

 

 তবে নেটিজেনদের দাবি, সোহেল আগেও নিশ্চয়ই এমন ধরনের কাজ করেছে।  তবে অনেকে জানাচ্ছে, সোহেন খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারে। তাই রুটি বানানোর ভিডিও নিজেই শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল সে। ভেবেছিল এতে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার বদলে এখন শ্রীঘরে দিন কাটাতে হচ্ছে তাকে। 

কড়া শাস্তির দাবি

সোহেলের কড়া শাস্তির দাবি তুলেছেন নেটিজেনরা। বিশেষত করোনার সময়ে এমন ঘটনায় কেউ মেনে নিতে পারছেন না। তবে একাজ করছিল সোহেল তা এখনও স্পষ্ট নয়। তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন সকলে। ট্যুইটারে ভিডিওটি এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হয়েছে। ঘটনার পরেই থানায় বাইরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।