ফের ধর্ষণের অভিযোগ বীরভূমে। এবার শান্তিনিকেতনে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। বন্ধুর সঙ্গে চড়ক মেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। ৫ জন মিলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। বন্ধুর বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করছে পুলিশ। ঘটনাস্থলে যান খোদ বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় এবং শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত।
একের পর এক ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এবার ঘটনা শান্তিনিকেতনের। আদিত্যপুরে চড়ক মেলা ছিল। পুরুষ বন্ধুর সঙ্গে ওই মেলায় গিয়েছিল নাবালিকা। অভিযোগ, মেলা থেকে বন্ধুকে মারধর করে নাবালিকাকে অন্ধকারে নদীর তীরে তুলে নিয়ে যায় ৫ যুবক। এরপর তাকে ধর্ষণ করা হয়।
পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয়। খবর পেয়েই তদন্তে গ্রামে যান অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও। পরে গ্রামে যান বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নির্যাতিতা নাবালিকা চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা সম্ভবত অন্য জেলা থেকে মেলায় ঘুরতে এসেছিল। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। নির্যাতিতার বন্ধুর বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বোলপুরে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।
আরও পড়ুন- হাঁসখালির নির্যাতিতার বাড়িতে বিজেপির প্রতিনিধিরা, মমতাকে তোপ