কৃষ্ণনগরে ৩ বছর ধরে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত বাবা

ওই নাবালিকার জন্মের সময় তার মা মারা যান। তার ৩ বছর পরে ফের বিয়ে করে ওই নাবালিকার বাবা। অভিযোগ সেই থেকেই শুরু হয় শারীরিক অত্যচার। আর গত ৩ বছর ধরে ওই নাবালিকাকে লাগাতার তার বাবা ধর্ষণ করছে বলেও অভিযোগ। বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়ে সে।

Advertisement
কৃষ্ণনগরে ৩ বছর ধরে নাবালিকাকে ধর্ষণ, ধৃত বাবাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • মেয়েক ধর্ষণের অভিযোগ
  • থানায় গোপন জবানবন্দি মেয়ের
  • কৃষ্ণনগরে ব্যাপক চাঞ্চল্য

নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণনগরে। ইতিমধ্যেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গোপন জবানবন্দি দিয়েছে ওই নাবালিকা। গোটা বিষয়টি খতিয়ে দেখেছে পুলিশ। 

এলাকাবাসী সূত্রে খবর, ওই নাবালিকার জন্মের সময় তার মা মারা যান। তার ৩ বছর পরে ফের বিয়ে করে ওই নাবালিকার বাবা। অভিযোগ সেই থেকেই শুরু হয় শারীরিক অত্যচার। আর গত ৩ বছর ধরে ওই নাবালিকাকে লাগাতার তার বাবা ধর্ষণ করছে বলেও অভিযোগ। বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়ে সে।

বিষয়টি এতদিন পর্যন্ত নিজের কয়েকজন বান্ধবীদের ছাড়া আর কাউকে জানায়নি ওই নাবালিকা। ঘটনাটি শুনে তার বান্ধবীরা বিষয়টি তাদের বাড়ির লোকদের জানাতে চাইলেও না করে সে। এরপর বিষয়টি একসময় পাড়া প্রতিবেশীরাও জেনে ফেলেন। তারপরেই মুখ খোলে ওই নাবালিকা। 

ঘটনাটি ইতিমধ্যেই থানায় জানানো হয়েছে। এমনকি থানায় গোপন জবানবন্দিও দিয়েছে ওই নাবালিকা। সে আর তার বাবার কাছে থাকতে চায় না বলেই জানিয়েছে নির্যাতিতা। নাবালিকার বয়ানের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরাও। 

আরও পড়ুনEPFO-তে সুদ কমেছে, নয়া হারে পেমেন্ট কবে পাবেন গ্রাহকরা?

 

POST A COMMENT
Advertisement