scorecardresearch
 

রায়গঞ্জে ৩৫০ ভরি রুপো লুঠ, আশঙ্কা মহিলা ডাকাতদল নিয়ে

বাড়িতে প্রচুর রুপো জমে গিয়েছিল রায়গঞ্জের বিন্দোলের এক পরিবারের। তাই ওই রুপো বদল করে একই মূল্যের সোনার গয়না কেনার পরিকল্পনা করেন পরিবারের সদস্যরা। সেই মতো, সোমবার সন্ধেবেলা ব্যাগে সমস্ত রুপো ভরে রায়গঞ্জের একটি সোনার দোকানে যান ২ ব্যক্তি। অভিযোগ, সেখানে পৌঁছানো মাত্রই ডাকাত দলের খপ্পরে পড়েন তাঁরা। এই প্রসঙ্গে পরিবারের ২ সদস্য জানাচ্ছেন, দোকানে আগে থেকেই জানানো ছিল যে রুপোর বদলে তাঁরা সোনার গয়না নেবেন। সেইমত সোমবার দোকানে পৌঁছনোর পর তাঁরা লক্ষ্য করেন যে ৩ জন মহিলা তাঁদের অনুসরণ করছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রচুর রুপো লুঠ
  • মূল্য আড়াই লক্ষ টাকারও বেশি
  • খতিয়ে দেখেছে পুলিশ

প্রায় সাড়ে তিনশো ভরি রুপো (Silver) লুঠের অভিযোগ উঠলো মহিলা ডাকাত দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Uttar Dinajpur Raiganj)। লুঠ হওয়া রুপোর বর্তমান বাজার মূল্য (Silver Price) আড়াই লক্ষ টাকারও বেশি। ইতিমধ্যেই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। 

জানা গিয়েছে, বাড়িতে প্রচুর রুপো জমে গিয়েছিল রায়গঞ্জের বিন্দোলের এক পরিবারের। তাই ওই রুপো বদল করে একই মূল্যের সোনার গয়না কেনার পরিকল্পনা করেন পরিবারের সদস্যরা। সেই মতো, সোমবার সন্ধেবেলা ব্যাগে সমস্ত রুপো ভরে রায়গঞ্জের একটি সোনার দোকানে যান ২ ব্যক্তি। অভিযোগ, সেখানে পৌঁছানো মাত্রই ডাকাত দলের খপ্পরে পড়েন তাঁরা। এই প্রসঙ্গে পরিবারের ২ সদস্য জানাচ্ছেন, দোকানে আগে থেকেই জানানো ছিল যে রুপোর বদলে তাঁরা সোনার গয়না নেবেন। সেইমত সোমবার দোকানে পৌঁছনোর পর তাঁরা লক্ষ্য করেন যে ৩ জন মহিলা তাঁদের অনুসরণ করছে।

অন্যদিকে এই প্রসঙ্গে দোকানদার জানাচ্ছেন, ওই মহিলাদের দেখে তাঁর সন্দেহ হয়। যার জেরে ওই মহিলাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতেই প্রচণ্ড রেগে যান তারা। শুরু হয়ে যায় বচসা। অভিযোগ এরই মাঝে হঠাৎ করে রুপোর মালিকরা দেখেন ব্যাগ উধাও। ব্যাগের খোঁজ শুরু করতেই চম্পট দেয় ওই মহিলারা।

ইতিমধ্যেই ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। ডাকাতদলের খোঁজখবর নেওয়াও শুরু হয়েছে। সূত্রের খবর, রায়গঞ্জের (North Dinajpur) অদূরে সুভাষগঞ্জ গ্রামের ৩ মহিলা সম্প্রতি চুরি-ছিনতাইয়ের কাজে হাত পাকিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। আগে ডাকাতির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গেও তাদের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। 

আরও পড়ুনএকটি চিন্তা-ই জীবনে ব্যর্থতা আনে, কীভাবে সামলাবেন? পদ্ধতি

Advertisement

 

Advertisement