scorecardresearch
 

Paschim Medinipur Crime: প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ, খড়গপুরে 'ভয়াবহতা'

সারা দেশ জুড়ে ঝড় তুলেছে শ্রদ্ধা মার্ডার কেস। শ্রদ্ধা ওয়ালকরকে খুনের অভিযোগে গত ১২ নভেম্বর গ্রেফতার হয়েছেন আফতাব আমিন পুনাওয়ালা। ভালোবাসার মানুষকে এমন নৃশংসভাবে খুনের ঘটনায় হতবাক সকলে। এর মাঝেই নজর কাড়ল পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা। প্রেমিকাকে খুন করে পুঁতে ফেলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • সারা দেশ জুড়ে ঝড় তুলেছে শ্রদ্ধা মার্ডার কেস
  • এর মাঝেই নজর কাড়ল পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা

সারা দেশ জুড়ে ঝড় তুলেছে শ্রদ্ধা মার্ডার কেস। শ্রদ্ধা ওয়ালকরকে খুনের অভিযোগে গত ১২ নভেম্বর গ্রেফতার হয়েছেন আফতাব আমিন পুনাওয়ালা।  ভালোবাসার মানুষকে এমন নৃশংসভাবে খুনের ঘটনায় হতবাক সকলে। এর মাঝেই নজর কাড়ল পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা। প্রেমিকাকে খুন  করে পুঁতে ফেলার অভিযোগ উঠল যুবকের  বিরুদ্ধে।

 খড়গপুর লোকাল থানার অন্তর্গত ভালুকমচা গ্রামের এই ঘটনা ঘিরেই এখন পশ্চিম মেদিনীপুরে শোরগেল। তদন্ত করে অপরাধীকে কঠিন শাস্তি দেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা। জানা যাচ্ছে, প্রেমের টানেই তরুণ সিংও ও তাঁর বান্ধবী পবিত্রা সিংহ একসময়ে  বাড়ি ছেড়ে বেরিয়ে এসে একত্রে থাকতে শুরু করেন। ভালুকচা গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকায় থাকতেন দুজনে। গ্রাম থেকে কিছুটা দূরে, বড় রাস্তা পেরিয়ে ঘর বেঁধেছিলেন তাঁরা। অভিযোগ, সেই জঙ্গল সংলগ্ন এলাকাতেই প্রেমিকাকে মেরে ফেলেন প্রেমিক তরুণ সিংহ। গ্রামবাসীরা সোমবারই  বিষয়টি জানতে পারেন । তারপর পুলিশকে জানান হয়।

মঙ্গলবার  ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির নীচ থেকে পবিত্রার দেহ তোলা হবে বলে জানা গিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রেমিক তরুণ সিংহ। তাঁর দাবি,  তিনি হত্যা করেননি। যদিও পবিত্রার মৃত্যুর পর তাঁর দেহ মাটিতে পুঁতে ফেলার কথা স্বীকার করেছেন তরুণ। মানুষের সন্দেহ বাড়িছে, তরুণী মারা গেলেন কী ভাবে? স্বাভাবিক মৃত্যু ছিল নাকি নেপথ্য়ে অন্য কোনও গল্প রয়েছে? গ্রামবাসীরা তদন্তের পর তাই উপযুক্ত শাস্তির দাবি করেছেন।