পুজোর আগে বড় সাফল্য পুলিশের, গ্রেফতার ৪ সশস্ত্র ডাকাত

পুলিশের খপ্পরে কুখ্যাত ডাকাতদলের ৪ সদস্য। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি ছুরি। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক ও একাধিক মোবাইল ফোন।

Advertisement
পুজোর আগে বড় সাফল্য পুলিশের, গ্রেফতার ৪ সশস্ত্র ডাকাতপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ডাকাতির আগেই গ্রেফতার ৪
  • বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও বাইক
  • তদন্ত শুরু পুলিশের

দুর্গাপুজোর প্রাক্কালে বড়সড় ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। গ্রেফতার সশস্ত্র ডাকাত দলের ৪ সদস্য। মালদার চাঁচলের ঘটনা।

পুলিশের খপ্পরে কুখ্যাত ডাকাতদলের ৪ সদস্য। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি ছুরি। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক ও একাধিক মোবাইল ফোন।

চাঁচল থানার গৌরহন্ডের ওই আমবাগানে হরিশ্চন্দ্রপুর, ইটাহার ও চাঁচলের বেশকিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দ‍্যেশে জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে হাসিবুল ও মজিবুর রহমান চাঁচলের বাসিন্দা এবং বাবর আলি হরিশ্চন্দ্রপুরের ও রাজ্জাক আলি  উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ধৃতরা এলাকার কুখ‍্যাত ডাকাত হিসেবে পরিচিত। এরা শহরের একটি দোকানে ডাকাতির ছক কষছিল বলে খবর ছিল পুলিশের কাছে। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

 

POST A COMMENT
Advertisement