ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রামপুরহাটকাণ্ডে ধৃত আনারলু হোসেন। রবিবার সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। আর এর নেপথ্যে বিরোধী দল এবং কিছু লোক আছে বলেও দাবি করেন আনারুল। তাঁর এই মন্তব্য নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
প্রসঙ্গত রামপুরহাটে গিয়েই আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় আনারুলকে। যদিও আনারুলের দাবি, দিদির কথাতেই আত্মসমর্পণ করেছেন তিনি। এই ঘটনায় গোটাটাই বিরোধীদের ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।
রবিবার আনারুলসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রথমে আনারুলকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি এদিনই হাসপাতালে আক্রান্তদের বয়ানও রেকর্ড করা হয়।
অন্যদিকে এদিন শিলিগুড়িতে ফের একবার রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, 'রামপুরহাটে তো আমরা ঘটনা ঘটাইনি, যে খুন হয়েছে সে তৃণমূল। যাঁদের অগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁরাও তৃণমূল। প্রথমে পুলিশের ভুল ছিল। পরে ২২ জনে গ্রেফতার করা হয়েছে। ওসিকে সরানো হয়েছে। এসডিপিও-কে সরানো হয়েছে। সিপিএম মিছিল করছে। কংগ্রেস, বিজেপি, সিপিএম মিলে তোফা হয়ে সোফায় বসে আছে। বাইরে ১০ জন মারা গেল, তখন তো কেউ কিছু বললেন না।'
একইসঙ্গে ঘটনায় সিবিআই তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'সিবিআই তদন্ত করুক, আমরা সাহায্য করব। কিন্তু সেটা না করে যদি বিজেপি, সিপিএম কংগ্রেসের কথা শুনে অন্যকিছু করতে যান তাহলে আন্দোলনে আমরাই ফের রাস্তায় নামব। নন্দীগ্রাম, নেতাই নোবেল চুরি, তাপসী মালিক কোন ঘটনাতেই কিছু করতে পারেনি সিবিআই।'
আরও পড়ুন - এই ১২টি জায়গা দেখা যায় না গুগল ম্যাপে, কারণ জানলে অবাক হবেন