বন্দুকবাজদের হামলায় নিহত ১৪ জন। আহত আরও ৩ জন। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো টাউনশিপ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে শনিবার রাতে ঘটেছে ঘটনাটি। অভিযোগ, মিনিবাস ট্যাক্সিতে করে একদল লোক গিয়ে স্থানীয় একটি পানশালার নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালায়।
গাউতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওয়েলার জানান, ঘটনাস্থল থেকে যে সংখ্যক কার্তুজ পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে যে এই গুলি চালানোর ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত।
ইলিয়াস মাভেলা নামে আরও এক পুলিশ কর্মী জানান, যে পানশালায় গুলি চালানো হয়েছে সেটির লাইসেন্স রয়েছে। ঘটনার সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। তবে অভিযুক্তদের গুলি চালানোর পিছনে ঠিক কী উদ্দেশ্য, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন - হঠাত্ অনিয়মিত পিরিয়ডস, করোনার জের? বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...
আরও পড়ুন - বিয়ের আগেই টাক পড়বে! এই ৫ খাবারে দেদার চুল ওঠে