উত্তরপাড়ায় CPIM প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ধৃত ৩ TMC কর্মী

পুরভোটে সিপিআইএম প্রার্থীর এজেন্ট হয়েছিলেন স্থানীয় বাসিন্দা তরুণ মুখোপাধ্যায়। অভিযোগ, তার জেরেই শনিবার তরুণ মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কিছু লোকজন। এমনকি তরুণবাবুর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যদিও গেটে তালা মারা থাকায় ভিতরে ঢুকতে পারেনি হামলাকারীরা। 

Advertisement
উত্তরপাড়ায় CPIM প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলা-শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, ধৃত ৩ TMC কর্মীপ্রতীকী ছবি
হাইলাইটস
  • সিপিআইএম-এর প্রার্থীর বাড়িতে হামলা
  • স্ত্রীয়ের শ্লীলতাহানির অভিযোগ
  • ধৃত তৃণমূলের ৩ কর্মী

পুরভোটে সিপিআইএম (CPIM) প্রার্থীর এজেন্ট হওয়ার অপরাধে বাড়িতে ঢুকে ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে ধরেছে পুলিশ। আইন আইনের পথে চলবে বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

জানা গিয়েছে, পুরভোটে সিপিআইএম প্রার্থীর এজেন্ট হয়েছিলেন স্থানীয় বাসিন্দা তরুণ মুখোপাধ্যায়। অভিযোগ, তার জেরেই শনিবার তরুণ মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের কিছু লোকজন। এমনকি তরুণবাবুর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যদিও গেটে তালা মারা থাকায় ভিতরে ঢুকতে পারেনি হামলাকারীরা। 

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এজেন্টের স্ত্রী। তিনি জানাচ্ছেন, 'গেটে তালা মারা ছিল বলে কিছু করতে পারেনি, না হলে বাজে কিছু করে দিতো। হুমকি দিয়েছে বাইরে বেরোলে দেখে নেবে।' 

এদিকে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ইতিমধ্যেও পাকড়াও করা হয়েছে পেলে, মারি ও দীপক নামে ৩ তৃণমূল কর্মীকে। তাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত ছিল কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে এই বিষয়ে উত্তরপাড়ার তৃণমূল (TMC) নেতা তাপস মুখোপাধ্যায় বলেন, 'এজেন্ট হওয়ার কারণে মারধর করা হয়েছে কিনা আমার জানা নেই, এটার ভিতরে অন্যকোনও কারণও থাকতে পারে। আর দলের কেউ যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।'

আরও পড়ুন"কোনওদিন শেওয়াগকে পেলে খুব মারব", কেন বললেন আখতার? 

 

POST A COMMENT
Advertisement