West Bengal STF: পাকিস্তানের সঙ্গে গোপন যোগাযোগ? মেমারিতে ২ জন গ্রেফতার

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে STF-এর একটি দল হানা দেয় মেমারি এলাকায়। সেখানে থেকেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

Advertisement
পাকিস্তানের সঙ্গে গোপন যোগাযোগ? মেমারিতে ২ জন গ্রেফতারRepresentative Image
হাইলাইটস
  • ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর যদি পাকিস্তান থেকে পরিচালিত
  • একাধিক ধারায় মামলা রুজু হয়েছে
  • মেমারির দুই বাসিন্দাকে গ্রেফতার

পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক যোগাযোগের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারির দুই বাসিন্দাকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্ত। STF সূত্রে খবর, ধৃতেরা নাকি পাকিস্তানের একটি এনজিও-র সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতে নিজেদের ভারতীয় মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ OTP তুলে দিয়েছিল। সেইসব তথ্য ব্যবহার করেই পাকিস্তান থেকে চালানো হচ্ছিল ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর যদি পাকিস্তান থেকে পরিচালিত

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে STF-এর একটি দল হানা দেয় মেমারি এলাকায়। সেখানে থেকেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। STF জানিয়েছে, ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর যদি পাকিস্তান থেকে পরিচালিত হয়, তাহলে সেটি জাতীয় নিরাপত্তার পক্ষে গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ এর মাধ্যমে স্প্যাম, তথ্য পাচার এমনকি জঙ্গি কার্যকলাপেও ব্যবহার হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

একাধিক ধারায় মামলা রুজু হয়েছে

ধৃতদের বিরুদ্ধে টেলিগ্রাফ অ্যাক্ট, ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে ধৃতদের থেকে উদ্ধার হওয়া মোবাইল, সিম কার্ড ও অন্যান্য ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

STF-এর এক আধিকারিক বলেন, 'কেউ যদি দেশের মোবাইল নম্বর পাকিস্তানে বসে পরিচালনার সুযোগ দেয়, তা হলে সেটা কেবল বেআইনি নয়, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধেও স্পষ্ট ষড়যন্ত্র। তদন্তে আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।'

POST A COMMENT
Advertisement