Suspected Terrorists Arrested From Howrah: জঙ্গি সন্দেহে হাওড়ায় গ্রেফতার ২ যুবক, ISIS লিঙ্ক রয়েছে; দাবি পুলিশের

হাওড়ার টিকিয়াপাড়া থেকে ২ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারিতে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

Advertisement
জঙ্গি সন্দেহে হাওড়ায় গ্রেফতার ২ যুবক, ISIS লিঙ্ক রয়েছে; দাবি পুলিশেরটিকিয়াপাড়া থেকে ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি
হাইলাইটস
  • ধৃতরা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে বলে দাবি এসটিএফের
  • আইএসআইএস সদস্যদের সঙ্গেও যোগাযোগ রয়েছে ধৃতদের

হাওড়ার (Howrah) টিকিয়াপাড়া (Tikiapara) থেকে ২ সন্দেহভাজন জঙ্গিকে (Suspected Terrorists) গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)। একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারিতে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার রাতে টিকিয়াপাড়ার আফতাবউদ্দিন মুন্সি লেনে তাদের আস্তানা থেকে দু'জনকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ও সাইদ।

ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে। ধৃতরা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে বলে দাবি এসটিএফের। সূত্রের খবর, খিদিরপুরে গোপন বৈঠক ছাড়াও অস্ত্র সংগ্রহ করার পরিকল্পনা ছিল দুজনের। কলকাতা পুলিশের এসটিএফ-র এক অফিসার বলেছেন, 'ধৃতরা উভয়েই হাওড়ায় সন্ত্রাসবাদী গোষ্ঠীর জাল ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তাদের ভূমিকা সম্পর্কে আরও জানার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করছি। ধৃতদের মধ্যে একজন এমটেক ইঞ্জিনিয়র। পাকিস্তান এবং পশ্চিম এশিয়ায় আইএসআইএস সদস্যদের সঙ্গেও যোগাযোগ রয়েছে ধৃতদের।'

আরও পড়ুন:Sania Mirza Net Worth: দুটো বাড়ি-গ্যারাজ ভর্তি গাড়ি, সানিয়া মির্জা মোট কত টাকার মালিক?

দু'জনকেই আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

POST A COMMENT
Advertisement