ঘরের ভিতর থেকে উদ্ধার হল দম্পতির ক্ষতবিক্ষত রক্তমাখা মৃতদেহ। ঘটনা কালিম্পঙের আটমাইল এলাকার। মঙ্গলবার সকালে ঘর থেকে উদ্ধার হয় যুগলের মৃতদেহ। তাঁদের দুজনের শরীরেই একাধিক ক্ষত ছিল। প্রাথমিকভাবে কালিম্পং পুলিশের অনুমান, ধারাল কোনও অস্ত্র দিয়ে দুজনকে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম খড়ক বাহাদুর ছেত্রী ও বিষ্ণু ছেত্রী। খড়ক আড়াই মাস আগে বিষ্ণুর সঙ্গে বিয়ে করেন। এখানেই দুজন একসঙ্গে থাকতেন। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণু খড়কের তৃতীয় স্ত্রী। এর আগেও ২ জনকে বিয়ে করেছিলেন খড়ক।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত ডেরেক ও ব্রায়েন, রয়েছেন হোম আইসোলেশনে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সকালেই দম্পতিকে বাড়ির বাইরে দেখা যায়। তবে এদিন অনেক বেলা পর্যন্ত তাঁদের বাড়ির দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি কেউ। তারপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, বিছানাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দম্পতির মৃতদেহ।
আরও পড়ুন : তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি! দেখুন বিশ্বের সবথেকে ১০ ঠান্ডা জায়গা
পুলিশ সূত্রে খবর, পশুপালনের ব্যবসা করতেন খড়ক বাহাদুর ছেত্রী। তবে কারও সঙ্গে তাঁর বা বিষ্ণুর কোনও শত্রুতা ছিল কি না তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাতবে মনে করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে ২ জনকেই খুন করা হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।