scorecardresearch
 

মেদিনীপুরে চাকরি টোপে প্রতারণা, টাকা ফেরতে অভিযুক্তের মুচলেকা

অভিযুক্ত ব্যক্তির নাম প্রার্থপ্রতীম বাগ। সে ঝাড়গ্রামের গোপাবল্লভপুরের বাসিন্দা। অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ, সেচ দফতর, কৃষি দফতর ও ব্যঙ্কিং সেক্টরের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার ৯ জনের কাছ থেকে দফায় দফায় মোট ৪ লক্ষ টাকা নেয় সে। কিন্তু এক বছর কেটে গেলেও কাউকেই চাকরি দেয়নি পার্থপ্রতীম। এমনকিও নিয়োগপত্রও দিতে পারেনি সে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চাকরির নামে প্রতারণার অভিযোগ
  • টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি অভিযুক্তের
  • মেদিনীপুরের ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা

চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। কিন্তু চাকরি না পেয়ে অবশেষে অভিযুক্তের কাছ থেকে টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি আদায় করলেন প্রতারিতরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডে। টাকা ফেরত না পেয়ে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরের স্বামী। 

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রার্থপ্রতীম বাগ। সে ঝাড়গ্রামের গোপাবল্লভপুরের বাসিন্দা। অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ, সেচ দফতর, কৃষি দফতর ও ব্যঙ্কিং সেক্টরের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার ৯ জনের কাছ থেকে দফায় দফায় মোট ৪ লক্ষ টাকা নেয় সে। কিন্তু এক বছর কেটে গেলেও কাউকেই চাকরি দেয়নি পার্থপ্রতীম। এমনকিও নিয়োগপত্রও দিতে পারেনি সে। 

এরপরেই অভিযুক্ত পার্থপ্রতীম বাগের খোঁজখবর নিতে শুরু করেন প্রতারিতরা। তারপর তাঁরা জানতে পারেন মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী এলাকায় মাকে নিয়ে একটি বাড়ি ভাড়া করে বসবাস করছে ওই ব্যক্তি। এরপর ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রতীমা দে-এর সঙ্গে যোগাযোগ করেন প্রতারিতরা। তাঁদের কথার ভিত্তিতে অভিযুক্ত ও তাঁর মাকে ডেকে পাঠান কাউন্সিলরের স্বামী। একইসঙ্গে ডাকা হয় প্রতারিতদেরও। 

প্রতারিতদের সামনে তাঁদের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত পার্থপ্রতীম বাগ এবং সবাইকে টাকা ফেরৎ দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও দেয় সে। তবে এরপরেও যদি সে টাকা ফেরৎ না দেয় তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিলরের স্বামী।

আরও পড়ুনবিনা পয়সায় সারা মাস খাওয়াদাওয়া সারলেন এই মহিলা, কীভাবে?

 

Advertisement