রানিগঞ্জের পর হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে দোকানের কর্মচারীদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করা করা হয়। তারপর বেঁধে রেখে সোনার গয়না লুট করে ডাকাতরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাওড়া সিটি থানার পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। এক কর্মচারীতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে আসে ডাকাতরা। দোকানের কর্মচারীদের মেরে লুট করে দোকান। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।