scorecardresearch
 
Advertisement

Breaking: যে কেসে পুলিশ ফেল, সেই রহস্যের সমাধান করল AI! কীভাবে জানেন?

Breaking: যে কেসে পুলিশ ফেল, সেই রহস্যের সমাধান করল AI! কীভাবে জানেন?

বর্তমান যুগে প্রযুক্তির বিপ্লব ঘটাতে গিয়ে আমরা নিজেদেরকে যেভাবে জালে জড়িয়ে ফেলছি তাতে করে আমারা ক্রমশ বিপদে মুখে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তিবিদরা স্বয়ং এই আশঙ্খার কথা জানিয়েছেন। তবে সবকিছুরই ভালো এবং খারাপ দিক দুটোই আছে। সম্প্রতি আমাদের জীবনের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আর এই AI যে আমাদের জীবনে কী বিপুল পরিবর্তন করতে পরে তা এই ঘটনা না হলে জানাই যেত না। এবার নিখোঁজ ব্যক্তি এবং পলাতক সন্দেহভাজনদের ক্ষেত্রে কাজে লাগানো হল এআই-এর। দিল্লি পুলিশ একজন মৃত ব্যক্তির দেহ শনাক্ত করতে এআই ব্যবহার করে, খুনের রহস্য সমাধান করা হল।

AI Technology to solve Crime

Advertisement