scorecardresearch
 
Advertisement

VIDEO: বীরভূমে ধৃত ভুয়ো মহিলা IPS-র ৫ দিনের পুলিশ হেফাজত

VIDEO: বীরভূমে ধৃত ভুয়ো মহিলা IPS-র ৫ দিনের পুলিশ হেফাজত

বীরভূমে ধৃত ভুয়ো মহিলা আইপিএস অফিসারের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। গতকাল বীরভূম (Birbhum)-এর পাড়ুই থানার অন্তর্গত বনশঙ্কা গ্রামের মাইপাড়া থেকে এক যুবতী (Woman)-কে গ্রেফতার (Arrest) করা হয় ভুয়ো আইপিএস অফিসার (Fake IPS Officer) এর পরিচয় দেখানোর জন্য। গ্রেফতার হওয়া ওই যুবতীকে শনিবার তোলা হয় সিউড়ি আদালতে। ওই মহিলার বাড়ি ওডিশা (Odisha)-য়। শর্মিষ্ঠা বেহেরা (Sarmistha Behera) নামে ওই মহিলার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ (Police) আদালতে ওই মহিলার পাঁচ দিনের পুলিশি হেফাজত চায়। আদালত তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মহিলার কাছ থেকে আইপিএস লেখা আইডেন্টিটি কার্ড (Identity Card) পাওয়া গেছে। পুরো ঘটনায় তদন্তে শুরু করেছে বীরভূমের পাড়ুই থানার পুলিশ । বীরভূমের পাড়ুই থানার এক যুবকের সাথে ভিন রাজ্যে পরিচয় হয় ওডিশার এই ভুয়ো আইপিএস অফিসার মহিলার। তার দাবি, পাড়ুইয়ের এক যুবক তাকে বিয়ে করে বেশ কয়েক মাস আগে। কিন্তু তার পর আর যোগাযোগ রাখেনি। তার খোঁজে এই ভুয়ো মহিলা আইপিএস অফিসার আজ পাড়ুইয়ের ঐ যুবকের বাড়িতে আসে। তখন ঐ যুবকের পরিবার এই মহিলাকে চেনেনা বলে দাবি করে। তারপরই এলাকায় চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়। এরপর খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ওডিশার শর্মিষ্ঠা বেহেরা নামে এই মহিলাকে আটক করে।

Advertisement