Advertisement

Ashoknagar Firearms Rescue: অশোকনগরে ৮ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৬, চাঞ্চল্য

বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বিক্রি করার অপরাধে অশোকনগর থানার হিজলিয়া এলাকা থেকে গ্রেফতার ৬। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হিজলিয়া এলাকায় অভিযান চালায় অশোকনগর পুলিশ। আর সেখানেই আটটি আগ্নেয়াস্ত্রসহ ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী বলেন, একটি ব্যাগের মধ্যে প্রথমের পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশ, পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনটে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মোট ৮টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

Advertisement
POST A COMMENT