ভুয়ো তদন্তকারী সংস্থার বোর্ড। প্রতারকরা এই তদন্তকারী সংস্থার নামে অফিস খুলেছিল। চট করে দেখে ধরার উপায় নেই। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গেল প্রতারকরা।'ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো'। এই নামেই তদন্তাকারী সংস্থার অফিসটি খুলেছিল প্রতারকরা।
Fake investigative agency board caught by police