Advertisement

VIDEO: পরপর দুটি মেয়ে! রাতের অন্ধকারে জঙ্গলে সদ্যোজাতকে ফেলে পালাল পরিবার

পরপর দুটি মেয়ে, অভাবের সংসার, তাই রাতের অন্ধকারে জঙ্গলে (Forest) সদ্যোজাতকে ( Newborn Baby)ফেলে দিল পরিবার (Family)। কিন্তু ভাগ্যের পরিহাস রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকলেও সদ্যোজাতের কোনও ক্ষতি হয়নি। গ্রামের এক মহিলা শিশুটিকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে লাঘাটা আদিবাসী পাড়াতে। লাভপুর থানার পুলিশ (Police) ঘটনার খবর পেয়ে শিশুর বাবা ও মা কে গ্রেফতার (Arrest) করেছে ।

Advertisement