Advertisement

Fight between autodriver in Asansol: আসানসোলে অটোচালকদের মধ্যে মারামারি

অটোচালকদের মধ্যে লাঠি রড নিয়ে মারামারি। বুধবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল রেলস্টেশনের সামনে। জানা যায় আসানসোল সিটি বাস স্ট্যান্ডে থাকা অটোচালকদের সঙ্গে আসানসোল স্টেশন এর অটোচালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে প্রায় দিনই অশান্তি চলে। বুধবার সকাল বেলায় সেই অশান্তি মারামারিতে রূপান্তরিত হয়। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Fight between autodriver in Asansol

Advertisement