Advertisement

VIDEO: মালদায় খিদের জ্বালা-ঢোলের আওয়াজে শিশুমৃত্যুর অভিযোগ

আড়াই ঘণ্টা ঘরে মায়ের থেকে দূরে রাখায় খেতে না পেয়ে এবং ঢাকঢোলের শব্দে ২০ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ। অভিযোগ স্থানীয় পামেরার (কোনও কোনও গ্রামে শিশুর জন্মের পর তার মঙ্গল কামনা করেন এই ব্যক্তিরা) বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে মালদার মানিকচক থানার অন্তর্গত বাঙালগ্রামে। অভিযুক্ত পামেরাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

chaos spread over child deaths in Malda

Advertisement