Advertisement

Malda Gun Rescue: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, দুটি বন্দুক ও গুলি সহ ধৃত ১

ফের মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ আটক এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মানিকচকের মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের নাম জিয়াবুল হক (৩৩), বাড়ি রতুয়া থানায় এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল এবং দু রাউন্ড গুলি। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে।

Malda Police Arrested a Miscreant with Two Pistols and Two Rounds of Bullets

Advertisement
POST A COMMENT