নিউটাউন পর্ন কাণ্ডে (Newtown porn shoot case) গ্রেফতার আরও এক। এদিন বেলেঘাটা (Beleghata) থেকে ধৃত সৌভিক মুখোপাধ্যায়। বেলেঘাটা থেকে ধৃতকে গ্রেফতার (Arrest) করে পুলিশ (Police)। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। ধৃত সৌভিক পর্ন ব়্যাকেটে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করত। তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। এর আগেও এই মামলা জড়িত থাকার অভিযোগে মৌনাক ঘোষ, নন্দিতা দত্ত, স্নেহাশিষ বল এবং শুভঙ্কর দত্তকে গ্রেফতার করা হয়েছে।