মদ্যপ অবস্থায়, ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে পুলিশের সঙ্গেই বচসা। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। মঙ্গলবার, ২৬ মার্চ হোলির দিন বিকেলে সল্টলেক সিটি সেন্টার এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। পুলিশের হেলমেট পড়ে থাকা এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর সেই বাইকটিকে দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে পরিচয় জিজ্ঞেস করলে, অভিযোগ তিনি নিজেকে কলকাতা পুলিশের কর্মী হিসেবে পরিচয় দেন। পুলিশ সূত্রে খবর, সেই সময় ওই ব্যক্তি মাত্রাতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। ওই ব্যক্তির নাম সঞ্জয় কাঞ্জিলাল, কেষ্টপুরের বাসিন্দা।
Police arrested a man for giving false police identity