scorecardresearch
 
Advertisement

Ghutiari Sharif: ঘুটিয়ারি শরিফে পুলিশের অভিযান, উদ্ধার ২ কোটি টাকার হেরোইন

Ghutiari Sharif: ঘুটিয়ারি শরিফে পুলিশের অভিযান, উদ্ধার ২ কোটি টাকার হেরোইন

ঘুটিয়ারি শরিফ থেকে প্রায় দুকোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে ঘুটিয়ারি শরিফ এলাকায় তল্লাশি অভিযান চালায়। গ্রেফতার করা হয় শেখ আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে দুকেজির বেশি হেরোইন উদ্ধার হয় । যার বাজার মূল্য আনুমানিক দু কোটি টাকা। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে কিভাবে পাচার হচ্ছিল,কাদের কাছে পাচার করা হচ্ছিল সব বিষয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement