Advertisement

Poppy Seed Cultivation: রমরমিয়ে অবৈধ পোস্ত চাষ, বাঁকুড়ায় জমি সাফ করল আবগারি দফতর

বাঁকুড়া জেলার মেজিয়া থানার দামোদরের বিস্তীর্ণ এলাকা চরমানা নামে পরিচিত। সেই চরমানায় দীর্ঘ কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে অবৈধ পোস্ত চাষের কারবার। সেই অবৈধ পোস্ত চাষ রুখতে এবার বড়োসড়ো পদক্ষেপ নিল জেলা আবগারি দফতর। এদিন দামোদরের বিস্তীর্ণ এলাকায় ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হল প্রায় কয়েকশো একর জমির অবৈধ পোস্ত গাছ। শুধু আবগারি দফতর নয়, মেজিয়া ব্লক প্রশাসন ও মেজিয়া থানার পুলিশও সমান ভাবে এই অভিযানে সামিল হন। তবে এই কারবারে আন্তরাজ্য মাদক চক্র জড়িয়ে আছে কী না তা খতিয়ে দেখছে জেলা আবগারি দফতর। 

Illegal Poppy Cultivation Destroyed By Bankura Excise Department

Advertisement