জাভেদ খানকে সঙ্গে নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রধান স্বর্ণকমল সাহা। স্বর্ণকমলকে দেখেই বিক্ষুব্ধ জুনিয়ার ডাক্তাররা বললেন, 'আমরা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে আরজি কর বানাতে দেব না আপনাদের। ন্যাশনাল মেডিক্যাল কলেজ ডাম্পিং গ্রাউন্ড নয়।' ন্যাশনাল মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু বিতর্কিত সন্দীপ ঘোষের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে বসলেন জুনিয়ার ডাক্তাররা।