হিন্দি ছবিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ডাকাত থেকে উদ্ধারের ঘটনা কিংবা ইভটিজারদের শায়েস্থা করার ঘটনা প্রায়শই দেখা যেত। পরবর্তীকালে সেই হিন্দি ছবিতেই আবারও লঙ্কার গুড়োর ব্যবহার দেখা হয়। যদিও সেই দৃশ্যে পালানোর জন্যই ব্যবহার করা হয়েছে। কিংবা বর্তমানে মহিলারা নিজের সুরক্ষায় চিলি পেপার স্প্রে ব্যবহার করার একাধিক উদাহরণ রয়েছে। তবে এবার উলটপুরান। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে দোকান থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটনার ভিডিও সামনে এসেছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক ঝলকে দেখুন সেই ভিডিও।
Robbery using chili powder for robbery in store