নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার বহিরাগতদের। অভিযোগ, শনিবার প্রায় ১৫-২০ জন বহিরাগত হঠাত স্কুলে প্রবেশ করে। তারপর কিল, ঘুষি, জুতো, হেলমেট দিয়ে শিক্ষকদের মারা হয়। এই ঘটনা ঘিরে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি, বহিরাগতরা মারধরের পাশাপাশি তাঁদের স্মার্টফোন কেড়ে নিয়ে ভেঙে দেয়। স্কুলের সম্পত্তিও ভাঙচুর করারও অভিযোগ রয়েছে। আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি, প্রধানশিক্ষকের মদতেই এই মারধরের ঘটনা ঘটেছে। তবে স্কুলের প্রধানশিক্ষক এসেই অভিযোগ অস্বীকার করেছেন। দেখুন মারধরের সেই ভিডিও