ব্যান্ডেল (Bandel)-এর অন্নপূর্ণা বাজারে একটি সোনার দোকান (Gold Shop)-এ দুঃসাহসিক চুরি (Theft)। প্রায় ৩ কোটি টাকার গয়না সহ নগদ কয়েক লাখ টাকা নিয়ে চম্পট চোরেরা। চুরির ঘটনার পরেই এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ (Agitation) উগরে দেন স্থানীয়রা। তাঁদের দাবি, লকডাউন (Lockdown) চলছে। তাই বাইরের থেকে কেউ চুরি করতে আসেনি। আশপাশের চোরেরাই এই কাজ করেছে। পুলিশ তল্লাশি চালিয়ে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্ৰেফতার করুক। দোকান মালিকের সোনি নিশাদ দাবি করেন, তিন কোটি টাকার অলঙ্কার এবং নগদ পাঁচ লাখ টাকা চুরি হয়েছে। অভিযোগ গতকাল রাতে এই ঘটনা ঘটে। আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেও পুলিশ দেরিতে আসে। এদিকে,পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সোনার দোকানে চুরির ঘটনার তদন্তে আসতে কোন দেরি হয়নি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে তদন্ত (Investigation) শুরু করা হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।