অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন সীমান্তরক্ষী বাহিনী হাতে আটক দুই বাংলাদেশী মহিলা। উভয় মহিলাই ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলো। সীমান্তরক্ষী বাহিনী বিবৃতি অনুযায়ী, ৯৯ ব্যাটেলিয়ন সীমান্ত চৌকি, জিতপুরের জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬-০৭ আগস্ট মধ্যরাতে দুই বাংলাদেশী মহিলাকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করেন তারা। আটক হওয়া দুই মহিলার পরিচয় - রীনা আক্তার, বয়স ২২ বছর, জেলা- নরসিংহডি, বাংলাদেশ এবং অপরজন অরিনা খান, বয়স ২০ বছর, জেলা - কিশোরগঞ্জ, বাংলাদেশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয় মহিলাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশের বাসিন্দা। রীনা আক্তার বলেছে যে মোবাইলে আবির নামের একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছিলো, যার নির্দেশে সে এক বছর আগে ভারতে আসে। আবির তাকে দিল্লিতে নিয়ে যায় এবং তাকে সেখানে একটি বাড়িতে বন্দী করে এবং প্রতিদিন পতিতাবৃত্তির কাজ করাতে শুরু করে। কয়েক মাস পর, সে আবিরকে কোনোভাবে ফাঁকি দিতে সক্ষম হয় এবং সুযোগ পেয়েই সেখান থেকে পালিয়ে যায়। আজ সে এক অপরিচিত ভারতীয় দালালের সাহায্যে বাংলাদেশে ফিরে যাচ্ছিল। সে দালালকে ১০০০ টাকাও দিয়েছে। অপরদিকে অরিনা খান জানিয়েছে যে ২০ দিন আগে হৃদয় নামের এক বাংলাদেশি বন্ধুর সঙ্গে ভারতে এসেছিল। হৃদয় তাকে দিল্লিতে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। তাই ওই মহিলা ও দিল্লি থেকে পালিয়ে পালিয়ে আসে। তারা দুজনেই এক অপরিচিত ভারতীয় দালালের সহায়তায় বাংলাদেশে ফিরে যাচ্ছিলো। গ্রেপ্তারকৃত মহিলাদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।