বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল এয়ার অ্যাম্বুলেন্স। নাগপুর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই এয়ার অ্যাম্বুলেন্সটি। কিন্তু মাঝপথেই মুম্বাইতে জরুরি অবতরণ করতে হয়। (সমস্ত তথ্য ও ছবি- শাহিল যোশি, বিদ্যা ও প্রশান্ত ভাট)
জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যে বিমানটির একটি চাকা ভেঙে মাটিতে পড়ে যায়। ফলে পাইলন মুম্বইতে জরুরি অবতরণ করায় বিমানটিকে ।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমানটিতে একজন রোগী, দুজন ক্রু মেম্বার, দুইজন চিকিৎসক ছিলেন।
জানা গিয়েছে, যে রোগী ছিলেন তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই