প্রাণ প্রতিষ্ঠার আগে শ্যামবর্ণের রামমূর্তি রাখা হল মন্দিরের গর্ভগৃহে। রামলালার সেই শ্যামবর্ণের মূর্তির ছবি এসেছে প্রকাশ্যে।
১৬ জানুয়ারি থেকেই শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার। গর্ভগৃহে বসেছে রামলালার শ্যামবর্ণের মূর্তি।
বাংলা ডট আজতক ডট ইন-এ আগেই শ্যামবর্ণের মূর্তির কথা জানিয়েছিলেন রামমন্দিরের প্রধান আচার্য দুর্গাপ্রসাদ গৌতম।
তিনি জানিয়েছিলেন, বিশেষ কারণে এই শ্যামবর্ণের মূর্তি বাছা হয়েছে। নেপাল থেকে যে শালগ্রাম শিলা আনা হয়েছিল, তা মূর্তি তৈরির কাজে লাগেনি।
প্রধান আচার্য জানিয়েছিলেন, ওই শালগ্রাম শিলা মূর্তি তৈরির উপযুক্ত নয়। খোদাইয়ের সময় অতিরিক্ত পাথর ভেঙে যাচ্ছিল।
দুর্গাপ্রসাদ গৌতম জানিয়েছেন, সাদা পাথরের মূর্তি হলে তা নিয়মিত পরিষ্কার করতে হত। রাসায়নিক ব্যবহার হত।
দুর্গাপ্রসাদ আরও জানান, মূর্তি স্নান করানো জল ভক্তরা পান করেন। তাই রাসায়নিক ব্যবহার হলে ক্ষতি পারে। সেজন্য কালো পাথর। যা পরিষ্কার করতে রাসায়নিক লাগবে না।
কালো পাথরে রামলালার মূর্তি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী যোগীরাজ। এর আগে তিনি আদি শঙ্করাচার্যের মূর্তিও তৈরি করেছিলেন।