scorecardresearch
 
Advertisement
পর্যটন

Sikkim Snowfall: বরফের ঢাকল সিকিম-নাথুলা, কতদিন চলবে-দার্জিলিংয়ে কবে থেকে তুষারপাত ?

বরফের চাদরে ঢাকল সিকিম
  • 1/6

উত্তর সিকিমের লাচুংয়ে এবং এবং 'নাথুলায়'মঙ্গলবার সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। মরশুমের এটা এই জোনের দ্বিতীয় তুষারপাত। 

বরফের চাদরে ঢাকল সিকিম
  • 2/6

তুষারপাত হতেই শুধু এই এলাকা নয়, অনেকটা নীচ পর্যন্ত ঠান্ডায় কাঁপছে পাহাড়। এমনকী পাহাড় লগোয়া শিলিগুড়িও শীতের কামড়ে জবুথবু।

বরফের চাদরে ঢাকল সিকিম
  • 3/6

নাথুলায় এই মরশুমের দ্বিতীয় তুষারপাত যা বোর্ড। সকাল সাড়ে ৭ টা থেকে তুষারপাত শুরু হয়ে তা অব্যাহত ছিল। এলাকাটি সাদা পুরু চাদরের মতো আস্তরণে ঢেকে গিয়েছে। 

Advertisement
বরফের চাদরে ঢাকল সিকিম
  • 4/6

গোটা এলাকা স্বর্গীয় সৌন্দর্যে আবৃত ছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সার্কিটে। অনেকেই আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা অন্য জায়গার টুর বাতিল করে এখানে ছুটে আসেন তুষারপাতের সাক্ষী হতে।

বরফের চাদরে ঢাকল সিকিম
  • 5/6

যাঁরা যেতে পারেননি, তাঁরা খোঁজ নিয়েছেন, বুধবারও তুষারপাত হবে কি না। এদিকে তাঁদের খুশির খবর রয়েছে। আগামী দুদিনে দার্জিলিংয়ের পাহাড়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

 

বরফের চাদরে ঢাকল সিকিম
  • 6/6

সিকিমের ছাঙ্গুতে শেষ তুষারপাত হয়েছিল বড়দিনের আগে। সেটাই ছিল মরশুমের প্রথম। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ২ হাজারেরও বেশি পর্যটককে সরিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement