scorecardresearch
 
Advertisement
দেশ

Ayodhya Diwali: লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে উঠল, আলোয় ঝলমলে অযোধ্যা, দেখলে চোখ জুড়োবে

ঝলমলে অযোধ্যা
  • 1/9

দীপাবলি মানেই আলোর উৎসব। আলোক মালায় সেজে উঠল রাম জন্মভূমি অযোধ্যা।
 

ঝলমলে অযোধ্যা
  • 2/9

অযোধ্যায় মহাসমারোহে পালিত হল প্রাক-দীপাবলি। 

ঝলমলে অযোধ্যা
  • 3/9

অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement
ঝলমলে অযোধ্যা
  • 4/9

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর প্রথমবার দীপাবলি উদযাপিত হচ্ছে।

ঝলমলে অযোধ্যা
  • 5/9

প্রাক-দীপাবলির সন্ধ্যায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। 
 

  ঝলমলে অযোধ্যা
  • 6/9

একসঙ্গে ১১২১ জন আরতি করেন। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। 

ঝলমলে অযোধ্যা
  • 7/9

প্রদীপ জ্বালানোর পাশাপাশি লাইট শোয়েরও ব্যবস্থা করা হয় অযোধ্যায়। যা দেখতে ভিড় জমান বহু মানুষ। 

Advertisement
ঝলমলে অযোধ্যা
  • 8/9

লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে দেখানো হয় রামচন্দ্র, সীতা, হনুমানের নানা দৃশ্য।

ঝলমলে অযোধ্যা
  • 9/9

রাম মন্দিরে প্রথম বার দীপাবলি উদযাপন উপলক্ষে মোদী লিখেছেন, 'বিশাল মন্দিরে ভগবান রামের সিংহাসনে বসার পর এটাই প্রথম দীপাবলি। অযোধ্যায় রামলালার মন্দিরের অপরূপ সৌন্দর্যে মোহিত সকলে।'

Advertisement